গ্রাম বাংলা, বাঁকুড়াঃ- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে এবারও বাঁকুড়া জেলার জয়জয়কার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত মেধা তালিকায় বাঁকুড়া জেলার ছাত্র – ছাত্রীদের স্থান করে নেওয়াটা নতুন কিছু নয়। আর সেই চিরায়ত ধারায় ব্যাতিক্রম হয়নি এবারেও। মেধা তালিকায় দ্বিতীয় স্থানে আছে ওন্দা হাই স্কুলের ছাত্র সায়ন্তন গড়াই, প্রাপ্ত নম্বর – ৬৯৩; তৃতীয় স্থানে -কেন্দুয়াডিহি হাই স্কুলের – সৌম্য পাঠক, প্রাপ্ত নম্বর – ৬৯০; পঞ্চম স্থানে রয়েছে বিক্রমপুর আর. ডি. হাই স্কুলের ছাত্রী – রস্মিতা সিংহ মহাপাত্র, প্রাপ্ত নম্বর – ৬৮৮; ষষ্ঠ স্থানে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট হাই স্কুলের সৌনক বিশ্বাস, প্রাপ্ত নম্বর – ৬৮৭; সপ্তমে বিবেকানন্দ হাই স্কুলের অরিত্র মাঝি (প্রাপ্ত নম্বর – ৬৮৬) ও কেন্দুয়াডিহি হাই স্কুলের- সাগ্নিক মিশ্র(প্রাপ্ত নম্বর – ৬৮৬); অষ্টম স্থানে – অঙ্কিতা ঘোষ, (গর রায়পুর হাই স্কুল, প্রাপ্ত নম্বর – ৬৮৫), নবম স্থানে – অয়ন দ্বীপ ষন্নিগ্রহি (বিবেকানন্দ হাই স্কুল – ৬৮৪) ও সাবর্ণা হাতি (সোনামুখী বিন্দুবাসিনী জুবিলী হাইস্কুল -৬৮৪)। দশম স্থানে( প্রাপ্ত নম্বর – ৬৮৩) আছে দেবপ্রিয়া দাস (বিবেকানন্দ হাই স্কুল, বিষ্ণুপুর), শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায় (রাম হরিপুর রামকৃষ্ণ মিশন), অংকন পাত্র (বিষ্ণুপুর হাই স্কুল), প্রভাত দত্ত (সোনামুখী বিন্দুবাসিনি হাই স্কুল), অংকন দাস বৈরাগী(শাসপুর হাই স্কুল, বাঁকুড়া)। প্রত্যেককেই গ্রাম বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।