গ্রাম বাংলা,বাঁকুড়াঃ আগুনে ভস্মীভুত হল গোয়াল ঘর, পুড়ল গবাদি পশু থেকে হাঁস মুরগী, আগুন নেভাতে গিয়ে অগ্নি দগ্ধ হলেন বাড়ির মালিক। তাঁকে চিকিৎসার জন্য পাঠানো বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হিড়বাঁধ ব্লকের গোপালপুর অঞ্চলের চাটানিবাদ গ্রামে। বাড়ি মালিকের নাম হারাধন মন্ডল বলে জানাগেছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত্রি প্রায় ১০ টা নাগাদ আগুন লাগে। ওই ঘরেই ছিল গরু, ছাগল, হাঁস, মুরগি ছিল। আগুন লাগার ফলে ১টি বাছুর , ৭টি হাঁস , ৬টি ছাগল ২ টি গরু অগ্নি দগ্ধ হয় বলে জানাগেছে। প্রাণী গুলিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাড়ির মালিক ও অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়, বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানাগেছে। কি ভাবে আগুন লাগল তা এখনো জানা যায়নি।