গ্রাম বাংলা, বাঁকুড়াঃ ছোট্ট এক টুকরো পাথরে শ্রীকৃষ্ণের মূর্তি গড়ে “ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড” তে নাম নথিভূক্ত করলো বাঁকুড়ার তালডাংরা আমডাংরা গ্রামপঞ্চায়েতের ঘোলা গ্রামের রৌনক শিট। ক্ষুদ্র পাথরের উপর শ্রীকৃষ্ণের মূর্তি এঁকে রৌনকের এসেছে এই আশাতীত এই কৃতিত্ব। খুশি রৌনকের পরিবার থেকে পাড়া প্রতিবেশী। এবার সফলতার সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেছে রৌনক।
সোশ্যালমিডিয়ায় মাধ্যমে সে এই প্রতিযোগিতার কথা জানতে পারে। এরপর সে অনলাইনে আবেদন করে প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য। প্রতিযোগিতায় মনোনিত হওয়ার পর রৌনক তাহ নিপুন হাতের দক্ষতায় ফুটিয়ে তোলা কৃষ্ণের মূর্তি পাঠিয়ে দেয় ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড এর দপ্তরে। তারপর আসে খুশির খবর। তবে এখানেই থেমে থাকা নয়, আগামী দিনে গ্রীনিস বুকে নাম তোলার স্বপ্ন দেখে রৌনক। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তার মা এর উৎসাহে শুরু ছবি আঙ্কার প্রশিক্ষণ নেওয়া। তবে বছর দুয়েক পর প্রশিক্ষণ নেওয়া বন্ধ করে দেয়। এরপর শোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জিনিস দেখে সে নিজেই চেষ্টা চালিয়ে যায়। তার স্বপ্রচেষ্টাতেই এই সাফল্য মিলেছে। আগামী দিনে গ্রীনিস বুকে নাম তোলার স্বপ্নই এখন ভাবাচ্ছে রৌনককে। রৌনকের বাবা ভোকেশনাল কোর্সের শিক্ষক মৃত্যুঞ্জয় শিট এই কাজে রৌনকে সর্বতোভাবে সাহায্য করে চলেছেন তার সীমিত আয়ের মধ্যেই।