গ্রাম বাংলা নিউজ ডেস্ক:- প্রয়াত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রাক্তন অর্থমন্ত্রী এবং বাংলার সুসন্তান শ্রী প্রনব মুখোপাধ্যায়। তিনি ছিলেন দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। আজ বিকেলে দিল্লির এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়ানে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আগামী কাল সমস্ত সরকারী অফিস ছুটি ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের গৃহ মন্ত্রকের এক টুইট বার্তায় এই ছুটি ঘোষণা করা হয়। তার প্রয়াণে ভারতের প্রধান মন্ত্রী, রাষ্ট্রপতি সহ বিশিষ্ট সকলেই শোক জ্ঞাপন করেন। শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
গ্রাম বাংলার পক্ষ থেকে তার অমর আত্মার প্রতি শ্রদ্ধা জানাই।
