গ্রাম বাংলা নিউজ ডেস্ক:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচিতে শেষ মুহূর্তে বড় রদবদল ঘটেছে বলে খবর। জেলা প্রশাসন সূত্রে এমনটাই খবর। পুরনো সূচী অনুযায়ী আগামী কাল গুরুসদয় মঞ্চে প্রসাসনিক বৈঠক হওয়ার কথা ছিল। নুতন সূচী অনুযায়ী আগামী কাল সোমবার অর্থাৎ ২৩ নভেম্বর খাতড়া সিধু-কানু স্টেডিয়ামে দুপুর ১টায় হবে প্রশাসনিক সভা। এই সভায় বিভিন্ন পরিষেবা প্রদান করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী। পরের দিন২৪ নভেম্বর মঙ্গলবার, দুপুর আড়াইটে নাগাদ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হবে বাঁকুড়া রবীন্দ্র ভবনে। এটি হওয়ার কথা ছিল আগামী কাল খাতড়া গুরুসদয় মঞ্চে। মুখ্য মন্ত্রীর সফর ঘিরে বাঁকুড়া প্রশাসনিক মহলে শুরু হয়েছে প্রবল তৎপরতা।