বাঁকুড়াঃ- চারদিনের বাঁকুড়া সুফরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সফরের প্রথম দিনে খতড়া সিধু কানু স্টেডিয়ামে সরকারী বিভিন্ন দপ্তরের উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেন তিনি। সরকারী বিভিন্ন দপ্তরের পরিষেবা যাতে উপভোক্তারা তাড়াতাড়ি পেতে পারেন সেকারনে আগামী ১লা ডিসেম্বর থেকে জেলাশাসকদের বিশেষ পদক্ষেপ গ্রহনের কথা বলেন তিনি। মানুষের দরজায় পরিষেবা পৌঁছে দিতে হবে বলে তিনি জানান। এছাড়াও আদিবাসী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন অর্থাৎ ১৫ই নভেম্বর সরকারী ছুটির দিন হিসেবে গন্য হবে বলে তিনি জানান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাঁকুড়া সফর, বিতর্কিত মূর্তিতে মাল্যদান ও আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজন প্রসঙ্গকে কটাক্ষ ও লোকদেখানো বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।