গ্রাম বাংলা নিউজ ডেস্কঃ- বঙ্গোপসাগরে উদ্ভুত ঘূর্ণি ঝড় “নিভার” শক্তি সঞ্চয় করে প্রবল বেগে আঘাত হানতে চলেছে তামিলনাড়ু উপকূলে। আজ মধ্যরাত্রে ১২০ – ১৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে তামিলনাড়ু উপকূলের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে ৩০ হাজার এরও বেশী মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যে জারি রয়েছে চরম সতর্কতা। ক্ষয় ক্ষতির পরিমান যাতে কম হয়, তাই উপকুল রক্ষী বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী চরম তৎপরতার সাথে কাজ করে চলেছে। ইতিমধ্যেই তামিলনাড়ুর ১৩টি জেলাতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়াও অনেকগুলি বিমান পরিষেবা ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর ও রাজ্য সরকারের পক্ষ থেকে সকলকে চরম সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।