বিশ্বজিত মন্ডল, হুগলী:- হুগলী চুঁচুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিজেপি বিভিন্ন অনৈতিক নীতির ও স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে চুঁচুড়া গরবাটি রাজ রাজ রাজেস্বরী মন্দির (৩০ নং ওয়ার্ড) থেকে কেওটা ভারতী সংঘ মাঠ (১ নং ওয়ার্ড) পর্যন্ত এক সাইকেল মিছিল করেন বিধায়ক অসিত মজুমদার , এছাড়াও উপস্থিত ছিলেন, হুগলী জেলার সভাপতি দিলীপ যাদব, হুগলী লোকসভার কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকার, চুঁচুড়া পৌরসভার পৌরপ্রসাসক গৌরীকান্ত মুখার্জি, চুঁচুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চরণ চক্রবর্তী, সহ-সভাপতি তন্ময় রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনাটোর, সকল পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ তৃণমূল যুব কংগ্রেসের সকল নেতৃত্ব।