বিশ্বজিত মন্ডল, হুগলী:- ব্যান্ডেল রেল কলোনির মুঙ্গেরে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের বিরুদ্ধে ও বি.জে. পি সরকারের অনৈতিক নীতির প্রতিবাদে লাঠি হাতে মিছিল করলো তৃণমূল।শুক্রবার বিজেপির স্বেচাছারিতার বিরুদ্ধে প্রতিবাদে মহামিছিল ও বিক্ষোভে নেতৃত্ব দেন বিধায়ক অসিত মজুমদার।এলাকার বাসিন্দারা দাবি জানান তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবেনা।এদিন এলাকার বাসিন্দারা লাঠি হাতে প্রতিবাদ মিছিলে হাঁটেন।