গ্রাম বাংলা নিউজ ডেস্কঃ– বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাত্যহিক আলোচ্য নাম শুভেন্দু অধিকারী। রাজ্য মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন তিনি।
এইচ.আর.বি.সি. এর চেয়ারম্যান এর পদ থেকে পদত্যাগের পর হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকেও পদত্যাগ করেন শুভন্দু অধিকারী। পদত্যাগের পর মন্ত্রীত্বও ছাড়লেন শুভেন্দু অধিকারী। আজ মুখ্যমন্ত্রীকে ও রাজ্যপালকে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী তার পদত্যাগপত্রে জানিয়েছেন পরিবহন ও সেচ দফতরের দায়িত্ব থেকে তিনি অব্যহতি নিচ্ছেন। তার পদত্যাগ পত্রে তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, তাকে মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন। তিনি অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেন তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করেন। এর আগে সকালেই শুভেন্দু অধিকারী তাঁর জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা ছেড়ে দেন। অবশ্য তিনি কী কারণে মন্ত্রিসভা ছাড়লেন সেই কারণ চিঠিতে উল্লেখ করেন নি। শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।
