বাঁকুড়াঃ- সদ্য শেষ হয়েছে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর। আর তার অব্যবহিত পরেই বাঁকুড়ার বিভিন্ন থানার আই.সি. দের ট্রান্সফার হয়ে গেল। অবশ্য শুধুমাত্র বাঁকুড়ার জন্যই যে এই রদবদল তা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার আই. সি., সি. আই. ও কোর্ট ইন্সপেক্টরদের বড়সড় রদবদল হয়েছে।
বাঁকুড়া জেলার বিভিন্ন থানাতে যে পরিবর্তনগুলি হয়েছে –
রানিবাঁধ এর আই.সি. উত্তম কুমার দেবনাথ পরিবর্তিত হয়ে ইন্সপেক্টর অফ পুলিশ ডি.আই.বি. সুন্দরবনের দায়িত্ব নেবেন। তার স্থলে রানিবাঁধ থানার দায়িত্ব পাচ্ছেন বিপ্লব পতি।
বড়জোড়ার আই. সি. বিশ্বজিৎ মুখার্জি পরিবর্তিত হয়ে ইন্সপেক্টর অফ পুলিশ, ডি. আই. বি. পূর্ব বর্ধমানের দায়িত্ব নিচ্ছেন, আর তার স্থলাভিষিক্ত হচ্ছেন সঞ্জয় শ্রীবাস্তব তিনি ছিলেন ট্রাফিক ইনস্পেক্টর বসিরহাট ।
সারেঙ্গা থানার আই. সি. সূর্য শঙ্কর মণ্ডল পরিবর্তিত হয়ে ইন্সপেক্টর অফ পুলিশ, বনগাঁ তে নিযুক্ত হচ্ছেন আর তার স্থলাভিষিক্ত হয়ে সারেঙ্গা থানার দায়িত্ব নিচ্ছেন সুজিত ভট্টাচার্য, যিনি খড়দা থানার আই. সি. পদে নিযুক্ত ছিলেন।
সিমলাপাল থানার আই.সি. সুদীপ দাস গুপ্ত রানাঘাট কোট ইন্সপেক্টর পদে নিযুক্ত হলেন, আর তার জায়গায় সিমলাপালে আই.সি. পদে নিযুক্ত হচ্ছেন তাপস দত্ত তিনি ছিলেন ইন্সপেক্টর অফ পুলিস, ডি.আই.বি. পুরুলিয়া ।
সি. আই. সদর বাঁকুড়া অমিতাভ কোনার, ডি.আই.বি. ঝাড়গ্রামের ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত হচ্ছেন আর তার স্থলে আসছেন অমিত কুমার হাতি।
তুলসীদাস ভট্টাচার্য যিনি সি.আই. সোনামুখীর দায়িত্বে ছিলেন তিনি এ.ডি.পি.সি. র ইন্সপেক্টর পদে নিযুক্ত হলেন আর সোনামুখী থানাতে আসছেন গৌতম তালুকদার, যিনি বসিরহাট পুলিশ জেলার ডি.আই.বি. ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন।
কোতুলপুর থানার সি.আই. অজয় কুমার সিংহ কৃষ্ণনগর পুলিশ জেলার ডি. আই. বি. ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত হচ্ছেন আর কোতুলপুর এ আসছেন দেবাশিষ রায়, যিনি পূর্ব বর্ধমানের কোর্ট ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন।
এগিয়ে আসছে ২০২১এর বিধানসভা নির্বাচন তার আগে এই রদবদল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।