বিশ্বজিৎ মন্ডল- হুগলি:- রবিবার সকালেই সরগরম হুগলি জেলার রাজনীতি।এদিন সকালে ফুরফুরা শরীফে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন মীমের শীর্ষ নেতা আসাউদ্দিন ওয়াইসি।এখন সবার পাখির চোখ বিধানসভা ভোট সেটা বলার অপেক্ষা রাখে না।বিহারের ভোটে সাফল্য পাওয়ার পর মীম এবার বাংলার ভোটও নামতে চাইছে।টার্গেট মূলত সংখ্যালঘু ভোট।সীমান্ত এলাকার জেলাগুলোতে প্রার্থী দিতে চাইছে মীম।রাজনৈতিক মহলের গুঞ্জন আসলে মীমকে বাংলার ভোটে নামানোর পিছনে রয়েছে বিজেপির হাত।সংখ্যালঘু ভোট বিজেপির বাক্সে ফেলতে না পারলে ভোট কাটার রাজনীতিতে যেতে চাইছে।শাসকদল তৃণমূলের ভোট কাটার চেষ্টা।আর সেই কারণেই রাজনৈতিক মহলের মতে পীরজাদা তোহা সিদ্দিকীর বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত আব্বাস সিদ্দিকীর সাথে জোট বাধার পরিকল্পনা নিয়ে ওয়েসিস এর বাংলায় আসা।এদিন দীর্ঘক্ষণ বৈঠক চলে পীরজাদা আব্বাস সিদ্দিকী ও আসাউদ্দিন ওয়াইসি।এরপর বৈঠক শেষে সাংবাদিক বৈঠক সারেন।