নিজস্ব সংবাদদাতা:- বিধান সভা নির্বাচনের অনেক আগে থেকেই দিল্লী থেকে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় বার বার আসছেন ও রেলি জনসভা করছেন। সেই বিষয়টিকে কটাক্ষ করে বিমান বসুর তীর্যক মন্তব্য – রাজ্যে পলিটিক্স এখন ট্যুরিজম হয়ে গেছে।
আজ রবিবার হাওড়ার চ্যাটার্জীহাটে একটি রক্তদান শিবিরে বিমান বসু যোগদান করেন। সেখানে এসে বর্তমানে রাজ্যে দলবদল প্রসঙ্গে বিমান বসু এই তীর্যক মন্তব্য করেন। তিনি আরো বলেন -আগে একটা কথা ছিল রিলিফ ট্যুরিজিম আর বর্তমানে যা হচ্ছে তা পলিটিক্স ট্যুরিজম ।
রাজ্য তৃনমূল নেতাদের বিজেপিতে যোগদান বিষয় নিয়েও কটাক্ষ করেন বিমান বসু। তিনি বলেন তৃনমূল ও বিজেপির বোঝাপড়া রয়েছে – সে কারণেই তৃনমূল ছেড়ে নেতারা চলে যাচ্ছেন। তাদের নির্বাচনী কৌশল বিষয়ে বিমান বসু জানিয়েছেন রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনেই তারা কংগ্রেসের সাথে আসন সমঝোতা করতে চান এবং তারা যৌথভাবে লড়তে চান।