নিউজ ডেস্ক, কলকাতাঃ- বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনার প্রতিষেধক কোভীশিল্ডের ডোজ এসে পৌঁছালো এ রাজ্যে। খবর আগামী শনিবার থেকেই শুরু হবে টীকাকরন। আজ মঙ্গলবার দুপুরে বিশেষ কার্গো বিমানে করোনার ঐ টীকা কোলকাতা বিমান বন্দরে এসে পৌঁছায়। বিমান বন্দরে জীবনদায়ী ঐ টীকা পরিবহনের জন্য রাখা ছিল ইন্স্যুলেটেড ভ্যান। জানা গেছে প্রথম পর্যায়ে প্রায় ৬ লক্ষ ৯০ হাজার কোভীশিল্ডের ডোজ কলকাতায় এসেছে।
আপাতত কোভীশিল্ডের টীকা রাখা আছে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। সেখানে নিরাপত্তার ঘেরাটোপে টীকার ডোজগুলি ওয়াকিং কুলিং সিস্টেমে রাখা আছে। সবকিছু ঠিক থাকলে আজ রাত থেকেই কলকাতার নিকটবর্তী জেলাগুলিতে টীকা সরবরাহ শুরু হয়ে যাবে, এবং আগামী তিনদিনের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় টীকা পৌঁছে যাবে বলে বিশ্বস্ত সুত্রে খবর।
স্বাস্থ্য দপ্তরের তালিকা অনুযায়ী ঐ টীকা আগামী শনিবার থেকে কোভিডের ফ্রন্ট লাইন ওয়ার্কার অর্থাৎ স্বাস্থ্যকর্মী, নার্স ও চিকিৎসকদের দেওয়া শুরু হবে। পরবর্তী পর্যায়ে টীকা দেওয়া হবে পুলিশ কর্মীদের তার পর সাধারণ মানুষকে এই টীকা দেওয়ার কথা। টীকা রাজ্যে পৌঁছানোয় ভরসা পেলেন রাজ্যবাসী, এবার হয়তো মুক্তি মিলবে করোনা থেকে।