বাঁকুড়াঃ- প্রতীক্ষার অবসান,বাঁকুড়ায় পৌঁছল করোনা ভ্যাকসিন। বিশেষ ইন্সুলেটেড ভ্যানে করে জেলায় এসে পৌঁছল ভ্যাকসিন। বাঁকুড়া জেলার বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুই স্বাস্থ্য জেলার জন্য করোনার ভ্যাকসিন এসে পৌঁছালো বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে। জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানা গেছে জেলার দুই স্বাস্থ্য জেলার জন্য মোট ২৫০০০ ভ্যাকসিন এসে পৌঁচেছে ৪টি কোল্ড বক্সে। বাঁকুড়া স্বাস্থ্য জেলার জন্য ১৮৫০০ এবং বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার জন্য ৬৫০০। জেলার দুটি ওয়াক ইন কুলারে রাখা হবে ভ্যাকসিন। দীর্ঘ করোনা মহামারি থেকে মুক্তি পাবে বিশ্ব আশায় আমজনতা।