বাঁকুড়াঃ- “করোনার ডরে হুড়কা ইস্কুলে
টুসু লেখাপড়া যায় ভুল্যে”, জঙ্গল মহল জুড়ে এই গান এখম রীতিমতো ভাইরাল।
“আমদের টুসু ইস্কুলে যাইথ্য
খেইলথ্য আস্যে বিকালে,
লেখাপড়া উইঠল্য লাটে
টুসু চইল্যে যায় তাই পড়কুলে।
করোনার ডরে হুড়কা ইস্কুলে,,,।”
প্রাচীন কাল থেকেই জঙ্গলমহলে বছরের শেষ তিনদিন ধরে দুঃখ দারিদ্রতা সব কিছু ভুলে এমনই আনন্দে মেতে ওঠে ছানা বুড়ো সবাই। গানে গানেই ফুটে উঠে জীবন জীবিকা সুখ দুঃখের অনাচার পরিতাপের নানান কাহিনী। সেই টুসু গানেই উঠে এল করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের দূর্দশার কথা। টুসু গানের মধ্যেই কোথায় যেন স্কুলে না যেতে পারার আফসোস ফুটে উঠেছে। যে গান ইতি মধ্যেই রীতিমতো ভাইরাল জঙ্গল মহল জুড়ে।
দেখুন ভিডিও –