আসানসোলঃ আবারো সিবিআই তল্লাশি আসানসোলের হিরাপুর থানার বড়তরিয়া এলাকায় ।বৃহস্পতিবার আসানসোলের হিরাপুর থানার বড়তরিয়া এলাকায় রতনেশ ভার্মার বাড়িতে আসে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার আধিকারিকরা ।সেখানে একটি আইনি নোটিশ সেঁটে দেওয়া হয় রতনেশ ভার্মার বাড়ির দেওয়ালে।সিবিআই সুত্রের খবর কয়লা পাচারের কান্ডের তদন্তে নেমেই এই তল্লাশি অভিযান চলছে আসানসোলের বিভিন্ন যায়গায়।
