বাঁকুড়াঃ- পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা মুড়ির জন্য বিখ্যাত। সেই মুড়ি নিয়ে যে আস্ত একটা মেলা হতে পারে তা বিশ্বাস করা কঠিন। কিন্তু তেমনটাই ঘটেছে বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদীর চরে কেঞ্জাকুড়া গ্রামে খোলা আকাশের নীচে। এই বাঁকুড়া “মুড়ি মেলা” নিয়ে উন্মাদনার শেষ নেই এলাকাবাসীর। বাঁকুড়াবাসীর মুড়িপ্রেমের সাক্ষী থাকলো ঐ মেলা। প্রতি বছর মাঘ মাসের ৪তারিখে এই মেলা বসে। সেখানে মুড়ি খাওয়ার জন্যই হাজার হাজার মানুষের সমাগম হল সোমবার। প্রায় চল্লিশ হাজারেরও বেশী মানুষ জড়ো হয়েছিলেন মুড়ি খেতে। সার দিয়ে বসে আলুর চপ, বেগুনি, শিঙাড়া, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা দিয়ে শুরু হয় মুড়ি খাওয়ার ধূম। নদীতে গর্ত করে বালির মধ্যে জমা জল দিয়ে দিব্যি চলে সেই মুড়ি খাওয়ার উৎসব । কেঞ্জাকুড়া গ্রামের সঞ্জীবনী মাতার আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে মেলা বসে। আর সেই মেলার শেষ দিনেই হয় এই “মুড়ি মেলা”। যদিও এই মেলার বয়স ৩০ বছরেরও বেশী কিন্তু ইদানিং কালে এই মেলা প্রসারে ও প্রচারে অনেক বেশী জমে উঠেছে। বহু দুরের মানুষও বর্তমানে এই মেলায় যোগ দেন ও বাঁকুড়ার চিরন্তন মুড়ি প্রেম কে বিস্তারিত করেন।

আর এই মুড়ি মেলায় মুড়ি খাওয়ার পর বিশেষ খিছুড়ি ভোগের ব্যাবস্থা করা হয়েছিল সঞ্জীবনী মাতার আশ্রমে। দ্বারকেশ্বরে পুন্য স্নান করে খিছুড়ি প্রসাদ খেয়ে আবার একটা বছরের অপেক্ষায় আরও একটা “মুড়ি মেলা”র আকাঙ্খা মনে বেঁধে রেখে বাড়ি ফেরেন সকলে।