গ্রাম বাংলা নিউজ ডেস্ক:- দার্জিলিং থেকে সুন্দরবন, জঙ্গলমহল থেকে শিল্পাঞ্চল চলছে কর্মবিরতি আর তার জেরেই প্রায় থমকে যেতে বসেছে ১০০ দিনের কাজের গতিপ্রকৃতি। ওয়েস্ট বেঙ্গল MGNREGA অল এমপ্লয়িজ এসোসিয়েশন এর ডাকে ৪ ঠা ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ১০০ দিনের কাজের সাথে যুক্ত কর্মীদের কর্মবিরতি পালনের কর্মসূচী।

প্রসঙ্গত উল্লেখ্য গত ০৩.০২.২০২১ তারিখে West Bengal MGNREGA All Employees Association এর পক্ষথেকে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এছাড়াও অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এই কাজের সাথে যুক্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা ৬০ বছর পর্যন্ত কর্মনিশ্চয়তা প্রদান ও বেতন বৃদ্ধির সহ বিভিন্ন দাবী নিয়ে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর কাছে ডেপুটেশন দেন।

১০০ দিনের কাজের প্রকল্পের সাথে যুক্ত কর্মচারীরা জানাচ্ছেন, তাদের দাবি গুলির কোনরকম ইতিবাচক উত্তর পাওয়া যায়নি। তাই তারা রাজ্য জুড়ে কর্মবিরতি কর্মসূচী পালন করছেন। রাজ্যের প্রায় প্রত্যেকটি ব্লকেই এই কর্মসূচি পালিত হচ্ছে বলে ঐ সংগঠনের পক্ষ থেকে জন্য গেছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মচারীরা ব্লকে ব্লকে বিডিও সাহেবদের কাছে তাদের দাবী পেশ করেন এবং কর্মবিরতি তে সামিল হন। অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে থাকা কর্মচারীরা জানিয়েছেন, তাদের দাবী না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

এই কর্মবিরতি বিষয়ে ইতিমধ্যেই চিন্তার ছাপ ফেলেছে আধিকারিক মহলে। ১০০ দিনের কাজের প্রকল্পের সাথে যুক্ত বিপুল সংখ্যক কর্মচারীরা যদি কর্মবিরতি চালিয়ে যান তাহলে ১০০ দিনের কাজ থমকে যেতে পারে।

জবকার্ড ধারী শ্রমিকদের টাকা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরী হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা। তবে ওই অ্যাসোসিয়েশন কর্মচারীরা তাদের দাবীতে অনড় থাকবেন বলেই জানিয়েছেন।
I am also with you