নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় নস্করপাড়া লেনে রবিবার সন্ধ্যা নাগাদ আগুন লাগে। আগুনে বেশ কয়েকটি ছোটো বসতি ঘর ও দোকান ঘর ভস্মীভূত হয়। দমকল সূত্রের খবর, সেখানে বেশ কয়েকটি ছোট ছোট টালির চালা ঘর ও দোকান ছিল। সেখানেই কোনওভাবে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে আতঙ্কিত লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

দমকলকর্মীরা যুদ্ধকালীন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঘরের মালপত্র সহ দোকানের সব জিনিসপত্র আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। থানার ওসি ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এসে দাঁড়ান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের তীব্র ধোঁয়ায় সাময়িক অসুস্থ বোধ করেন বয়স্ক বাসিন্দারা। যদিও দমকল জানিয়েছে, কোনও হতাহতের খবর নেই।