নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হলেও, ১৯৫২ সালের আজকের দিন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি (৮ই ফাল্গুন) বৃহস্পতিবার পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলা কে প্রতিষ্ঠিত করার দাবিতে রফিক, জব্বার, সাফিউল, সালাম, বরকত, এইরকম আরো অনেক তরুণ শহীদ হন পুলিশের গুলিতে। সাতচল্লিশ সালের 23 শে ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেলে গড়ে ওঠে স্মৃতিস্তম্ভ যা তৎকালীন সরকার ছাব্বিশে ফেব্রুয়ারি ভেঙে গুঁড়িয়ে দেয়। ১৯৫৪ সালেপ্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে ৭ই মে গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৯৯ সালে ইউনেস্কো আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। সেই থেকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নদীয়ার শান্তিপুরের প্রত্যুষ মহলদার, বট পাতার উপর ব্লেড দিয়ে কেটে ভাষা আন্দোলনের লোগো, এবং “অমর একুশে” বাংলা ভাষার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন অসাধারন শিল্পকর্ম ফুটিয়ে তুলেছে। বিজ্ঞানের ছাত্র প্রত্যুষ জানায়, এর আগেও নেতাজি, স্বামীজি গান্ধীজীর জন্মজয়ন্তীতে এ ধরনের শিল্প কর্ম করে থাকে। আগামীতে সুযোগ আসলে, ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে নানাবিধ কাজ করতে প্রস্তুত।