নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ- ডিজেলের দাম বাড়লেও ভাড়া বাড়ানো হয়নি। অভিযোগ, সরকারকে একাধিক বার এই নিয়ে চিঠি দিয়েও সাড়া মেলেনি। এই পরিস্থিতিতে আজ ধর্মঘটে সামিল হয়েছেন ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালকদের একটি অংশ। শহরের রাস্তায় ট্যাক্সি কম চলায় আজ সকাল থেকেই ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। হাওড়া স্টেশনের প্রিপেইড ট্যাক্সি বুথের সামনে পর্যাপ্ত গাড়ি না থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

লম্বা লাইনও চোখে পড়েছে। ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে ( লিটার প্রতি ৮৪ টাকা ) পরিষেবা স্বাভাবিক রাখা অসম্ভব হয়ে পড়েছে বলে ধর্মঘটে সামিল হওয়া ট্যাক্সি চালকদের দাবি। অভিযোগ, ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে একাধিক বার রাজ্য সরকারকে চিঠি দিলেও কোনও সাড়া না মেলায় অবশেষে আজ ধর্মঘটে নেমেছেন তারা। এর জেরে প্রভাব পড়েছে হাওড়া স্টেশনের প্রিপেইড ট্যাক্সি সার্ভিসে। বুথের সামনে যাত্রীদের লম্বা লাইন চোখে পড়েছে। গাড়ির সংখ্যা ছিল কম। অন্যান্য দিনে যেমন ট্যাক্সি পর্যাপ্ত থাকে, আজ সকাল থেকে ধর্মঘটের জেরে গাড়ির সংখ্যা ছিল কম। যাত্রীদের দীর্ঘক্ষণ প্রিপেইড ট্যাক্সি বুথের সামনে লম্বা লাইন দিয়ে অপেক্ষা করতেও দেখা গেছে।
