বিশ্বজিৎ মণ্ডল, হুগলীঃ- বাংলা নিজের মেয়েকে চায় আনুষ্ঠানিকভাবে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয় ঘোষণা করলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি তথা হুগলি লোকসভা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকার।
এ দিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে বলেন তিনি রবি ঠাকুর সাজতে চাইছে যারা রবি ঠাকুরকে অপমান করে রবি ঠাকুরের গানটাকে ঠিকঠাক করে বলতে পারেনা বাংলা ভাষাটাকে উচ্চারণ করতে পারে না তারা রবি ঠাকুর সাজছে। আমার সর্ব ভারতীয় নেত্রীকে স্যালুট জানাই একজন নারী হয়ে সমগ্র ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী মিনিস্টাররা বাংলা চলে আসছে বাংলা দখল করতে। ওই একটা নারীর পেছনে অতগুলো অসুর লেগে পরেছে। ব্যাংক বিক্রি করছে কো-অপারেটিভ বিক্রি করছে সবই তো বিক্রি করে দিচ্ছে উনিতো মানুষের জন্য কাজ করে না ডানলপ এসেছে প্রত্যেকটা মানুষ আতঙ্কে রয়েছে এই বুঝি ডানলপ বিক্রি করে দেবে বিটিপিএস বিক্রি করে দেবে কারণ শকুনের চোখ থাকে ভাগাড়ে বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ ভাবে বাংলায় সরকার গঠন করবে বলে দাবি করেন সুমনা সরকার ।