নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোলের বিভিন্ন এলাকায় রেলজমির উপরে গজিয়ে উঠা বস্তি উচ্ছেদের নোটিশের প্রতিবাদে উচ্ছেদ রক্ষা কমিটির মিছিল। বুধবার বিশাল এই মিছিলে উপস্থিত ছিলেন তৃনমুল নেতা অভিজিত ঘটক, শঙ্কর চক্রবর্তী সহ প্রায় শতাধিক বস্তিবাসী। মিছিলের পাসাপাসি এক ডেপুটেশন দেওয়া হয় আসানসোল ডিআরএম অফিসে।এদিন অভিজিত ঘটক বলেন, দীর্ঘ করোনা আবহে এখন সাধারন মানুষ জেরবার। এমতাবস্থায় ইস্টার্ন রেল ওয়ে ও সাউথ ইস্টার্ন রেল ওয়ে যে ভাবে উচ্ছেদের নোটিশ দিয়েছে, তা অমানবিক। এই এলাকাগুলোতে যারা থাকেন তারা প্রায় 40 থেকে 50 বছর ধরে আছেন। মূলত তার লোকের বাড়ি তে পরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করে। করোনা আবহে অনেকেই কাজ হারিয়ে বসে আছেন। এমতাবস্থায় তাদের এই উচ্ছেদ নটিশ অমানবিক। আমরা ডেপুটেশন দিলাম,কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে।