নদীয়া :- বিধানসভা ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এসে পৌছালো অবশেষে। জেলার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট এবং রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট অর্থাৎ কল্যাণীতে নিয়ম অনুযায়ী কাগজপত্রের কাজ সেরে আজ সকাল থেকেই, স্থানীয় থানার বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায় তাদের বাসস্থানের উদ্দেশ্যে, এ ব্যাপারে বিভিন্ন বিদ্যালয়গুলি পরিষ্কার করা , উপযুক্ত পানীয় জল, শৌচালয়, বৈদ্যুতিক ব্যবস্থা, স্যানিটাইজ এবং স্বাস্থ্যবিধি যাবতীয় বিধিব্যবস্থা করেন তারাই। প্রশাসনিক সূত্রে জানা যায় জেলায়, অ্যাডভান্স বাহিনী এসেছে 5 কোম্পানি, বিভিন্ন পুলিশ ডিস্ট্রিক্ট এ বিভক্ত করা হয়েছে আপাতত তাদের। ভোটের আগে পর্যন্ত স্থানীয় ওসির তৈরি করার লিস্ট অনুযায়ী এসপির নির্দেশে এনাদের মূলত এলাকার বিভিন্ন, অশান্তিপূর্ণ এলাকায় রুট মার্চ করানো হবে। স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ে থাকা কেন্দ্রীয় বাহিনীদের সহযোগিতার উদ্দেশ্যে একজন সিভিক এবং একজন হোমগার্ড নিযুক্ত করা হয়েছে। সমগ্র পুলিশ ডিস্ট্রিক্ট, সি আই এবং ডিএসপি বিশেষ টিম গঠন করেছেন তাদের সাথে সব রকম সহযোগিতার জন্য।