সম্পা ভট্টাচার্য:মালবাজার (জলপাইগুড়ি)- বৃহস্পতিবার সকালে নাগরাকাটা স্টেশনের কাছে রেলের ওভার ব্রিজে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। জখম হয়েছে আরও চারজন ছাত্রী। ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেলপুলিশ জানিয়েছে, মৃতের নাম রেশমি ওঁরাও। আহতদের নাম লাভলি গোয়ালা, নিতা ওঁরাও, সরস্বতী মুন্ডা এবং প্রিতিকা মুন্ডা। প্রত্যেকের বাড়ি হিলা চাবাগানের বারো নম্বর লাইনে। সকলেই নাগরাকাটা হিন্দি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। জানা গিয়েছে, এদিন সকালে ওই পাঁচজন ছাত্রী স্কুলে এসেই ব্যাগ রেখে পাশেই এক আত্মীয়ের বাড়িতে যায়। সেখান থেকে ওভারব্রিজের নীচের রেললাইন পার করে স্কুলে যাচ্ছিল। হঠাৎই শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী একটি প্যাসেঞ্জার ট্রেন তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রেশমির। বাকি চারজন জখম হয়। জখমদের স্থানীয়রা উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যায়।