নাবালিকা গণধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশের দ্বারস্থ তৃণমূল নেতা ও পরিবারের লোকেরা।
সৌমিত্র গাঙ্গুলি; পশ্চিম বর্ধমানঃ- নাবালিকা গণধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে নিয়ামতপুর ফাঁড়িতে আসেন তৃণমূল নেতা ও পরিবারের লোকেরা। খবরে প্রকাশ গত ১০ফেব্রুয়ারী বাড়ি থেকে বাজারে জিনিস কেনার জন্য বার হয় আসানসোলের কুলটিরথানার অন্তর্গত এক নাবালিকা। কিন্তু, ঐ নাবালিকা অনেক দেরী পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজা শুরু করেন। অনেক খোঁজাখুজির পরও ঐ না বালিকা যুবতীর কোনো খোঁজ না মেলায় নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করেন। তবে পরের দিন ঐ যুবতী বাড়ি ফিরে গণধর্ষণের বিষয়টি বাড়িতে জানান।
নাবালিকা ঐ যুবতীর অভিযোগ বাজারে যাওয়ার পথে তাকে ভুলবুঝিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে যায় এলাকার এক যুবক; এবং সেখানে ঐ যুবকের আরো চার বন্ধু ছিলো। ঐ পাঁচজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ঐ নাবালিকার। এই ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতার সহ ন্যায়বিচারের দাবিতে বুধবার সন্ধ্যায় নিয়ামতপুর ফাঁড়িতে আসেন এলাকার তৃণমূল নেতা ও পরিবারের লোকেরা। ঘটনার তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।