তাঁর বিরুদ্ধে শিবপুর থানায় অভিযোগ, মানহানির মামলা ও আইনিপদক্ষেপ নিতে চলেছেন বিজেপি সভাপতি।
হাওড়াঃ- বিজেপির হাওড়া সদরের সভাপতির বিরুদ্ধে শিবপুর থানায় জনৈকা মহিলা যে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের বিষয়ে মানহানির মামলা এবং উপযুক্ত আইনিপদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। শুক্রবার দুপুরে হাওড়ার পঞ্চাননতলায় বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি সদরের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য বলেন, রামধনু মার্কা গল্প ফেঁদে থানায় যে জেনারেল ডাইরি করা হয়েছে তা মিথ্যা এবং ভিত্তিহীন। শুধু আমার বিরুদ্ধেই নয়, আমার সঙ্গে নাকি তিনজন আরও ছিলেন যারা ওই মহিলাকে মারধর করেছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলে এর বিরুদ্ধে আইনিপদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিচ্ছি। এবং পাশাপাশি মানহানি করার মামলা করতে চলেছি। আসলে বিজেপির তরফ থেকে হাওড়ায় যে লাগাতার বিভিন্ন কার্যক্রম সম্প্রতি নেওয়া হচ্ছে তাতে ভয় পেয়ে গিয়েই বিরোধী রাজনৈতিক দল এইভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে বলে এদিন রমাপ্রসাদবাবু দাবি করেন।