দাসনগরের বেসরকারি হোমে আবাসিক রোগীর রহস্য মৃত্যুর ঘটনায় ধৃত মালিক সহ ৬।
হাওড়াঃ- দাসনগরের নেশা মুক্তি কেন্দ্রে রোগীর রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে। তদন্তে নেমে পুলিশ একপ্রকার নিশ্চিত যে মারধরের কারণেই শুভজিৎ ঘরামি’র (৩১) অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে। ধৃতেরা হলো কুমার মিত্র, উদয়ন মিত্র, ইন্দ্রজিৎ মন্ডল, সুদীপ চ্যাটার্জি, সুমন জমাদার এবং আসিফুর রহমান। বৃহস্পতিবার দুপুরে ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে কুমার মিত্র এবং উদয়ন মিত্রের পুলিশ হেফাজত এবং ইন্দ্রজিৎ মন্ডল, সুদীপ চ্যাটার্জি, সুমন জমাদার এবং আসিফুর রহমানের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। কুমার মিত্র ওই বেসরকারি হোমের কর্ণধার বলে জানা গেছে। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের ‘খিঁচুনি’ জাতীয় শারীরিক কিছু সমস্যা ছিল এবং তার মাদকে প্রবল আসক্তি ছিল। মঙ্গলবার রাতে ঘটনার সময় তাকে ‘মারধরে’র সময় (সিসিটিভি ফুটেজ দেখে দাবি) তার কিছু শারীরিক সমস্যা হয়েছিল বলে মনে করা হচ্ছে। যে কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।