শিবমন্দিরে যাওয়ার পথে পিষল গাড়ি, বাগডোগরায় মৃত্যু ৬ পুণ্যার্থীর।
উত্তরবঙ্গঃ- বাঁক কাঁধে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। কাকভোরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এক দল পুণ্যার্থীরা। উলটো দিক থেকে আসা বেপরোয়া গাড়ি পিষে দিল পুণ্যার্থীদের। সেই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জন পুণ্যার্থীর। ওই ঘাতক গাড়িটিও পড়ে যায় নয়ানজুলিতে। গাড়িতে থাকা বেশ কয়েকজন দুর্ঘটনায় জখম হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাগডোগরার এশিয়ান হাইওয়ের ২-র কাছে ব্যাপক উত্তেজনা। পথ অবরোধও করেন স্থানীয়রা।শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবমন্দিরে পুজো দিতে যাওয়ার চল রয়েছে।
এই সময়ে বাগডোগরার জংলি বাবার মন্দিরে ভিড় থাকে। সোমবার সকালে মুনি চা বাগানের কাছে এশিয়ান হাইওয়ে ২ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অন্তত এক দল পুণ্যার্থীরা। তাঁদের গন্তব্য জংলিবাবার মন্দির। এদিকে ঘোষপুকুর থেকে সিকিমের দিকে যাচ্ছিল একটি চার চাকার স্করপিও গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতি ছিল গাড়িটির। তাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে থাকা গার্ডরেল ভেঙে পর পর ৬ পুণ্যার্থীকে পিষে দেয় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যেকের।
ঘাতক গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এশিয়ান হাইওয়ে ২-র পাশে নয়ানজুলিতে পড়ে যায় সেই চার চাকার স্করপিও গাড়িটি। ওই গাড়িতে থাকা প্রত্যেকে অল্পবিস্তর জখম হন। প্রাথমিকভাবে স্থানীয়রা তাঁদের উদ্ধার কাজে হাত লাগান।
পরে খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। গাড়ির গতি নিয়ন্ত্রণ না হওয়ার ফলে দুর্ঘটনা বলেই দাবি এলাকাবাসীর। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।