বাঁকুড়া জেলা জুড়ে স্বাড়ম্বরে পালিত হল দেশের ৭৭তম স্বাধীনতা দিবস।
বাঁকুড়াঃ- সারাদেশের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও পালিত হলো ৭৭ তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের আজকের দিনেই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তারপর থেকেই আজকের দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে আপামর ভারতবাসী। এদিন বাঁকুড়া জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন বাঁকুড়া জেলা শাসকের কে রাধিকা আইয়ার। এর পাশাপাশি ৭৭ টি বেলুন ওড়ানো হয় এদিন। জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেওয়া হয় জাতীয় পতাকাকে পুলিশ ব্যান্ডের পক্ষ থেকে অভিবাদন। এর পাশাপাশি জেলা পুলিশ লাইনে বাঁকুড়া পুলিশ সুপারের অফিসেও জাতীয় পতাকা উত্তোলন করে পতাকাকে সম্মান জানায় বাঁকুড়ার আরক্ষাধ্যক্ষ বৈভব তিওয়ারি। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ পুলিশ কর্মীরা। সেখানেও পুলিশ ব্যান্ডের মাধ্যমে জাতীয় পতাকাকে অভিবাদন জানায় সকলে। এর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব প্রভৃতির পক্ষ থেকেও উত্তোলন করা হয় জাতীয় পতাকা।