ISRO এর পক্ষ থেকে বড় ঘোষণা, প্রস্তুত আদিত্য – L1

গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- চন্দ্রযান – ৩ মিশনের মাঝখানেই বড় ঘোষণা করলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO.  চন্দ্রযান – ৩ এর সফল উৎক্ষেপণের পরই ISRO জানিয়েছিল সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য ISRO  লঞ্চ করছে আদিত্য – L1 মিশনের।

আর আজ ISRO.  এক টুইট বার্তায় জানিয়েছে যে, আদিত্য – L1 স্যাটেলাইট প্রস্তুত হয়ে গেছে এবং স্যাটেলাইটটিকে ব্যাঙ্গালুরু থেকে শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারে নিয়ে আসা হয়েছে।

ISRO এর এই ঘোষণা নিঃসন্দেহে ভারতবাসীকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে গর্বিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *