ন্যহ্য দাম পাচ্ছেন না! বোরো ধান চাষ করে বিপাকে কৃষকেরা।
দক্ষিণ দিনাজপুরঃ- বোরো ধান চাষ নিয়ে বিপাকে কৃষকেরা। বোরো ধান ওঠার পর ধানের দাম পাচ্ছে না কৃষকরা বলে অভিযোগ। সারা ভারত সংযুক্ত কিষান সভার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ন্যায্য মূল্যে ধান কেন বন্ধ রেখেছে। ফলে কৃষকেরা তাদের উৎপাদিত ধান কম দামে বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এর ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের।
সারা ভারত সংযুক্ত কিষান সভার সম্পাদক শাজাহান সরদার জানান, অবিলম্বে কিষাণ মান্ডির মাধ্যমে সরকারকে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনতে হবে। এ বিষয়ে বালুরঘাটের বিডিও কে ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দিয়েছেন বলেও জানান তিনি।