শাহজাহানের দলকে শাস্তি দিতে হবে, এবার ভোটে বদলা হবে হাওড়ায় বললেন শুভেন্দু।

হাওড়াঃ- লোকসভা ভোটের আগে শনিবার বিকেলে হাওড়ার আন্দুল রাজবাড়ীর মাঠে বুথকর্মী সম্মেলনে (বিজয় সংকল্প সভায়) বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই সম্মেলনে হাজির ছিলেন বিজেপির হাওড়া সদর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। এদিন শুভেন্দুবাবু আন্দুলের সভায় বলেন, ইন্ডি জোটের পিন্ডি চটকেছে। রাজস্থান, ছত্তিশগড়ে ইন্ডি ভেঙেছে। সিএএ মানে নাগরিকত্ব দেওয়া। নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। সিএএ মানে এনআরসি নয়। মমতার পরিবারবাদ, তোষণের রাজনীতি আমরা করিনা।

মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। অন্যদিকে, শনিবার দুপুরে উলুবেড়িয়াতেও দলের কর্মীসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে ভোট-প্রচারে এসে শুভেন্দু তৃণমূলকে নিশানা করেন। তোষণের রাজনীতি করছে তৃণমূল বলেন শুভেন্দু। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী দলগুলোর কোনও দিশা নেই। ইন্ডি-জোট গড়ে মোদীজিকে উল্টে দেবে বলেছিল। ওরা নিজেরাই উল্টে গিয়েছে।

উলুবেড়িয়ার এক লক্ষের বেশি লোক পেটের টানে অন্য রাজ্যে চলে গিয়েছেন। কাজ পায়নি বলে বেকার যুবকরা বাইরের রাজ্যে চলে গিয়েছেন। শুভেন্দু বলেন, সিএএ নিয়ে নাগরিকত্ব কাড়ার কোনও ব্যাপার নেই।

তিনি আরও বলেন, সংখ্যালঘু ভোট তৃণমূলের পুঁজি, অথচ ওদের জন্য কিছু করেনি তৃণমূল। সংখ্যালঘুদের জন্য কিছু করেনি মমতা। মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *