দীঘা জগন্নাথ ধাম, প্রাণপ্রতিষ্ঠা ও দ্বারোদঘাটন।
ডিজিট্যাল ডেস্কঃ- ঠিক হয়েছিল অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে দ্বারোদ্ঘাটন হবে দীঘায় জগন্নাথ মন্দির। আজ ৩০ শে এপ্রিল সেই বহুল প্রতীক্ষিত দিন। মঙ্গলবার সারাদিন ধরে শান্তি যজ্ঞ ও মহাযজ্ঞ চলেছে দীঘার মন্দিরে। পুরী থেকে পান্ডারা এসে মন্দিরের বাইরে যজ্ঞ করেন। মহাযজ্ঞ ও ধ্বজা ওড়ানোর পর আজ মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা ও দ্বারোদঘাটন।
আজ বুধবার সকালে মাহেন্দ্রক্ষণে নিমকাঠের তৈরি জগন্নাথ মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । প্রাণপ্রতিষ্ঠা করেছেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম সেবায়েত রাজেশ দৈতাপতি। সঙ্গে ছিলেন অন্যান্য পুরোহিতরাও। কাঠের বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার পরে হয় পাথরের জগন্নাথ মূর্তির প্রাণপ্রতিষ্ঠা। একইসঙ্গে রাধাকৃষ্ণের পাথরের মূর্তিতেও হয় প্রাণপ্রতিষ্ঠা।
প্রাণপ্রতিষ্ঠার পর প্রভুর স্নান ও বস্ত্র পরিধানের প্রক্রিয়া শুরু হয়। তারপর প্রভুকে সাজানো হয় রাজকীয় পোশাকে ও সোনার গহনায়। পরে প্রভুকে অর্পণ করা হয় ৫৬ ভোগ। সেই ভোগ অর্পণের সঙ্গে সঙ্গে শুরু হয় সানাই, ঢাক, কাঁসর-ঘন্টার ধ্বনি।
বিকেল ৫ টা থেকে ৫-১০ এই শুভলগ্নে মন্দিরের দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বার উদ্ঘাটনের পর মুখ্যমন্ত্রী প্রথম সন্ধ্যারতি সম্পন্ন করবেন মহাপ্রভুর উদ্দেশ্যে।