ভূয়ো জমি জালিয়াতির দিন শেষ! এবার নয়া ডিজিট্যাল নিয়ম।

ডিজিট্যাল ডেস্কঃ- আগামী ৩০ শে এপ্রিল থেকে কার্যকর হবে এক নতুন ডিজিটাল নিয়ম। দেশজুড়ে জমি সংক্রান্ত এই নতুন নিয়ম জালিয়াতি রোধ ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে মোদি সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। জমি রেজিষ্ট্রেশন এর এই নতুন নিয়ম জমি কেনাবেচায় অনেক স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই নিয়মের মূল লক্ষ্য জমি সংক্রান্ত মামলা ও জালিয়াতি হ্রাস করা। মোদি সরকারের এই নিয়মে আধার ভিত্তিক ডকুমেন্ট, অনলাইনে নথি জমা, বায়োমেট্রিক যাচাই ও জিআইএস ভিত্তিক ম্যাপিং এবং ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার  বাধ্যতামূলক করা হচ্ছে। সমস্ত দলিল অনলাইনে জমা এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১০ দিনের কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে।

 

দেশজুড়ে ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করতে এই নিয়ম চালু হচ্ছে। নতুন ব্যবস্থায় ক্রেতা বিক্রেতাদের সাব রেজিস্টার অফিসে গিয়ে বায়োমেট্রিক উপস্থিতি নিশ্চিত করতে হবে।  তবে গ্রামাঞ্চলে ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল সাক্ষরতার অভাব চ্যালেঞ্জ হতে পারে ভেবে প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা ও করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *