মানবিক মুখ দমকলের। তৃষ্ণার্ত পথচারীদের জলদান করে নজির হাওড়ার ফায়ার ব্রিগেডের কর্মীরা।
হাওড়াঃ- মানবিক মুখ দমকলের। শুধু আগুন নেভানোই নয়, গ্রীষ্মের দাবদাহে তৃষ্ণার্ত পথচারীদের জলদান করে নজির গড়লেন হাওড়ার দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নিজেদের জীবন বাজি রেখে মানুষের বিপদে পাশে দাঁড়ানোই ওদের কাজ। ওরা দমকল কর্মী। এবার সেই দমকল কর্মীরাই নিজেদের নিয়োজিত করলেন সমাজসেবার কাজে। ফায়ার সেফটি উইকে এবার হাওড়া ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বৈশাখের দাবদাহে তৃষ্ণার্ত পথচারীদের জন্য এক জলদান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে পথচারীদের হাতে ঠান্ডা পানীয় জল এবং বাতাসা তুলে দেওয়া হয়। এই কর্মসূচির বিষয়ে হাওড়া ফায়ার ব্রিগেডের আধিকারিক সোমনাথ প্রামাণিক বলেন, বর্তমানে আমাদের ফায়ার সেফটি উইক চলছে। ১৪ এপ্রিল থেকে তা শুরু হয়েছে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। এই উপলক্ষে এবারও বিভিন্ন সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে।
লিফলেট বিলি করে প্রচার করা হয়েছে। এর পাশাপাশি এবার গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের কারণে আমরা হাওড়া ফায়ার ব্রিগেডের তরফ থেকে পথচারীদের জন্য জলদান কর্মসূচি নিয়েছি। আমরা আমাদের পরিচিত ডিউটির বাইরে গিয়েই এই মানবিক উদ্যোগ নিয়েছি। হাওড়া ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে আমরা সোমবার তৃষ্ণার্ত পথচারীদের জন্য জলদানের ব্যবস্থা করি। আমরা এই সেফটি উইকে প্রতি বছর বিভিন্ন স্কুল, কলেজগুলোতে গিয়েও সচেতনতা কর্মসূচি নিয়ে থাকি। এবার গরমের ছুটি থাকায় এখন শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ রয়েছে। এখন আমরা বিভিন্ন মল এবং শপিং মল, সরকারি অফিসে ভিজিট করে ফায়ারের অ্যাওয়ারনেস করছি।