সালানপুর ব্লকে এক গুচ্ছ অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক বিধান উপাধ্যায়।
সৌমিত্র গাঙ্গুলি, সালানপুর, পশ্চিম বর্ধমানঃ- সালারপুর ব্লকের মধ্যে ১১টি পঞ্চায়েতের মধ্যে ১৭৬জন ভূমিহীনদের পাট্টার কাগজ তুলে দিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তাছাড়া সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও অদিতি বসু, জয়েন্ট বিডিও শ্রেয়া নাগ, বিএলআরও অনুরাধা ভট্টাচার্য সহ আরো অনেকে। তাছাড়া এদিন বিডিও কার্যালয়ের নিকট একটি কনফারেন্স হলের ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।
একই সাথে ৭টি পঞ্চায়েতে আবর্জনা ফেলার ব্যাটারি চালিত তিনচাকা গাড়ি প্রদান করা হয়। তাছাড়া দুটি ঢালাই রাস্তার শিল্যানাস করা হয় এই দিন। দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত লেফ্ট ব্যাংকের রাস্তার সামনেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা ফুড স্টলের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠান থেকে ১১টি পঞ্চায়েতে যারা ভালো কাজ করেছে তাদের কে পুরস্কার তুলে দেওয়া হয়।