আসানসোল পুরনিগমের উচ্ছেদ অভিযান; তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- শুক্রবার আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান করা হয় আসানসোলের গীর্জা মোড় থেকে বিএনআর মোড় পর্যন্ত। সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান এবং গুমটিগুলি ভেঙে গুড়িয়ে ফেলা হয়। অবশ্য এর আগেই পুরনিগমের পক্ষ থেকে ২৮ ও ২৯ এপ্রিল ফুটপাতে অবৈধ দখলদারি ও নির্মাণে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয় ও এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হয়। সেই মত এদিন পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আসানসোল পুরনিগমের টিম জেসিপি সহ এক উচ্ছেদ অভিযান চালায়। তবে এই উচ্ছেদ অভিযানকে ঘিরে দোকানদারেরা আসানসোলের বিএনআর মোড়ে বিক্ষোভে ফেটে পড়ে ও প্রতিকী পথ অবরোধ করে। দোকানদারদের বক্তব্য, শহরের সৌন্দর্যায়ণের জন্য অবৈধ নির্মাণ ভাঙা ও উচ্ছেদ অভিযান আইন সঙ্গত।
তবে পুরনিগম সব জায়গায় একই দৃষ্টিভঙ্গীর পরিচয় না দিয়ে পক্ষপাত মূলক আচরণ করছে। শহরের ব্যস্ততম রাস্তা হটনরোড। অথচ প্রতিদিন সেখানে রাস্তার দুইধারে নতুন দোকান গজিয়ে উঠছে। যার ফলে রাস্তা এতটাই সঙ্কীর্ণ হয়েছে যে কোনো সমতেই যানজট মুক্ত চলাফেরা সম্ভব হচ্ছে না। তবুও পুরনিগম ওই অঞ্চলের প্রতি উদাসীন। তাছাড়া দোকান সরানোর বিষয়ে বিজ্ঞপ্তি তে খুব কম সময় দেওয়া হয়। তাই দোকানের মালপত্র সরানোর ব্যবস্থা করা সম্ভব হয়নি। তাছাড়া হকারদের ফুটপাতে বসানোর ক্ষেত্রে সরকার বদলের পর তৃণমূলই অগ্রণী ভূমিকা নেয়। এখন সেই দোকান ভেঙে তৃণমূল দ্বিচারিতা করছে। পাশাপাশি এদিন গীর্জা মোড়েওপ্রায় দশ মিনিটের জন্যে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় দোকানদারেরা।