গ্রামবাসীদের অভিনব উদ্যোগ, স্কুল পেলো খেলার মাঠ।
পশ্চিম মেদিনীপুর:- স্কুলে এসে পৌঁছান রেজিস্টার, এসে পৌঁছালেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। আর তাদের উপস্থিতিতেই ৬৪ জন বিষ্ণুদাসপুর গ্রামের মানুষ স্কুলের নামে লিখে দিলেন ৬৮ শতক জায়গা।
খবর সূত্রে জানা যায়, বিষ্ণুদাসপুর স্কুলের নিজস্ব খেলার মাঠ ছিল না। গ্রামেরই বেশ কয়েকজন ব্যক্তির ফাঁকা জায়গাতেই খেলাধুলা করতো স্কুলের ছাত্রছাত্রীরা। আর সেই জায়গাকে আইনানুগ ভাবে স্কুলকে দান করলেন এলাকার ব্যক্তিরা।
স্কুলের প্রধান শিক্ষক সুশীল কুমার পাঁজা বলেন, গ্রামবাসীদের এই উদ্যোগে প্রচুর উপকৃত হল স্কুল, এতদিনে স্কুল নিজস্ব একটি খেলার মাঠ পেল।
ওই বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, এটি একটি অভিনব উদ্যোগ, গ্রামের মানুষ স্বেচ্ছায় স্কুলকে এতটা জমি দান করলো এটা বর্তমান সময়ে দুষ্কর।
Very Good News.