তৃণমূল আর বিজেপি মেড ফর ইচ আদার। দুজনের মধ্যে বোঝাপড়া আছে। হাওড়ায় মন্তব্য সুজনের।
হাওড়াঃ- তৃণমূল আর বিজেপি মেড ফর ইচ আদার। দুজনের মধ্যে বোঝাপড়া আছে। হাওড়ায় মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। সোমবার ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শিবপুরের পিএম বস্তি এলাকায় শ্রমজীবী ক্যান্টিনের উদ্বোধনে এসে ওই মন্তব্য করেন তিনি। তিনি বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনে টার্গেট দিয়েছেন ২৪০টি আসন। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৫টি লোকসভা আসনের টার্গেট দিয়েছিলেন। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় কোনও টার্গেট না দিয়ে বিধানসভায় টার্গেট দিচ্ছেন। তার মানে লোকসভায় বিজেপি এবং বিধানসভায় তৃণমূল। তৃণমূল আর বিজেপি মেড ফর ইচ আদার। দুজনের মধ্যে বোঝাপড়া আছে।
তবে ২০২৬ পর্যন্ত দলটা থাকে কিনা দেখার। ২০২৬এ অর্ধেক আসনও ওরা পাবে না। মানুষ ওদের বোঝাপড়া বুঝে গেছে। এদিন সুজনবাবু আরও বলেন, ইসলামপুরের প্রবীণ বিধায়ক আব্দুল করিম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস থেকে বিধায়ক হয়েছেন। বামফ্রন্ট আমলে যে সম্মান তিনি পেতেন এখন তার দলে সেই সম্মান পাচ্ছেন না। এদিন তিনি আরও বলেন তৃণমূল মানেই দুর্নীতি এবং অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যে মারছে সে বলছে মমতা ব্যানার্জি যুগ যুগ জিও আবার যে মরছে সেও বলছে মমতা ব্যানার্জি যুগ যুগ জিও।