ফের অচলাবস্থা হাওড়ার মৌড়ীগ্রাম ডিপোতে, কর্তৃপক্ষ ও ট্যাঙ্কার মালিকদের দ্বন্দ্বে গড়ালো না অনেক গাড়ির চাকা।
হাওড়াঃ- ফের অচলাবস্থা হাওড়ার মৌড়ীগ্রাম ডিপোতে। কর্তৃপক্ষ ও ট্যাঙ্কার মালিকদের দ্বন্দ্বে গড়ালো না অনেক গাড়ির চাকা।হাওড়ার মৌড়িগ্রামের আইওসি কর্তৃপক্ষ ও গাড়ির মালিকদের অন্তর্দ্বন্দ্বে বুধবার গড়ালো না একাধিক ট্যাঙ্কারের চাকা। সূত্রের খবর, বুধবার সকাল থেকেই কর্মবিরতিতে যায় গাড়ির চালক ও হেল্পাররা। তাদের অভিযোগ, ঘুরপথে বেশ কিছু গাড়িকে কাজ দেওয়ার ফলে একাধিক ট্যাঙ্কার নিয়মিতভাবে কাজ পাচ্ছেনা।
তার ফলে গাড়ির কিস্তিও মেটাতে পারছে না মালিকরা। আবার এই পরিস্থিতির মধ্যে পড়ে চালকদের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় হাঁড়িতে টান পড়ছে বলেও অভিযোগ। এদিন উত্তপ্ত পরিস্থিতি সামলাতে পৌঁছায় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। ন্যায্য দাবি না মেটালে চাকা বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্যাঙ্কার মালিকরা।