“রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি করতে পারেন কিন্তু রবীন্দ্রনাথকে ভালবাসতে পারেন না।” শাহের কলকাতা সফরের আগে কটাক্ষ ফিরহাদ হাকিমের।
হাওড়াঃ- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরকে ঘিরে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ হাওড়ার এক অনুষ্ঠানে তিনি বলেন ২০২৪ এর ভোটকে সামনে রেখে অমিত শাহ কলকাতায় আসছেন। ওনারা রবীন্দ্রনাথের জন্মস্থান জানেন না। সহজপাঠ এবং বর্ণপরিচয় তফাৎ বোঝেন না। শুধুমাত্র রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি করার জন্য আসছেন। এতে কোন লাভ হবে না। সাইন্স সিটি অডিটোরিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রবীন্দ্রনাথের অনুষ্ঠানে বিনোদন কর নিয়েছে কলকাতা পুরসভা। এ প্রসঙ্গে তিনি বলেন আমার কাছে কেউ আবেদন করেননি। আবেদন করলে ফ্রি করে দিতাম। এদিন তিনি সিবিআইয়ের নাম না করে তোপ দেগে বলেন দেশের প্রধান গোয়েন্দা এজেন্সি হওয়া সত্ত্বেও এত বছরেও রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল প্রাইজ উদ্ধার করতে পারল না। এতে কি বোঝা যায় রবীন্দ্রনাথের প্রতি কেন্দ্রীয় সরকারের ভালোবাসা।কেরালা ফাইলস ব্যান করা প্রসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন।
ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, ওরা রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি করতে পারেন কিন্তু রবীন্দ্রনাথকে ভালবাসতে পারেন না। যারা বলেন যে সহজ পাঠ কোথায় আর বর্ণপরিচয় কি, তারা জানেন না যে রবীন্দ্রনাথ কোনটা করেছেন আর বিদ্যাসাগর কোনটা করেছেন। সুতরাং তাদের নিয়ে আর বাংলার রাজনীতি হবে না। এরা বেনিয়া পার্টি ছিল বেনিয়াগিরি করবে। আর বাংলার মানুষের হৃদয়ে এদের কোনও স্থান হবেনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম আরও বলেন, যারা রবীন্দ্রনাথ কোথায় জন্মেছেন তাই জানেন না যারা সহজপাঠ কে করেছেন জানে না বর্ণপরিচয় কে করেছেন জানেনা তারা রবীন্দ্রনাথকে ভালোবাসে কোথা দিয়ে? বাংলাতে রাজনীতি না করলে হয়তো জানতোই না যে রবীন্দ্রনাথ কোথায়। আমরা যারা বাংলার মানুষ তারা একটা জিনিসে বিশ্বাস করি যেটা কবিগুরু বলে গেছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির ঘরে যত ভাই-বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান। নোবেল উদ্ধার করতে আর পারবেনা। তদন্ত করেই যাবে। কিন্তু আর পারবে না। এটা আমাদের দুর্ভাগ্য যারা দেশের সব থেকে এফিসিয়েন্ট এজেন্সি তারা এত বছর ধরে নোবেলটাকে উদ্ধার করতে পারল না।