ঝড়ের দাপটে রাস্তার উপর উল্টে গেল বিদ্যুতের ট্রান্সফর্মার।
সঞ্জয় ঘটক, বাঁকুড়াঃ- ঝড়ের দাপটে রাস্তার উপর উল্টে গেল বিদ্যুতের ট্রান্সফর্মার। বেশ কিছুক্ষণ স্তব্ধ রইল যান বাহন চলাচল। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় সারেঙ্গা থানার পুলিশ। পুলিশের উদ্যোগে জেসিবি মেশিন দিয়ে রাস্তা থেকে সরানো হয় ওই ট্রান্সফর্মার ও তার খুঁটি, ফের শুরু হয় যানবাহন চলাচল। বাঁকুড়ার সারেঙ্গার তালডিহা গ্রামের ঘটনা। উল্লেখ্য, সোমবার দুপুর থেকে আকাশে জমতে থাকে কালো মেঘ। বিকাল হতেই শুরু হয় প্রচন্ড ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ঝড়ের দাপটে সারেঙ্গা ব্রাহ্মণবাডিহা রাস্তার তালডিহাতে রাস্তার উপর পড়ে যায় খুঁটি সমেত বিদ্যুতের ট্রান্সফরমার। বন্ধ হয়ে যায় জান চলাচল। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছা সারেঙ্গা থানার পুলিশ, পুলিশের উদ্যোগে দ্রুত রাস্তা থেকে সরানো হয় ওই ট্রান্সফর্মার। ফের শুরু হয় যানবাহন চলাচল। অন্যদিকে ঝড়ের দাপটে গুড়গড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি বাড়ির টিনের ছাউনি উড়ে গেছে বলে জানা গেছে।