কালীঘাট মন্দির চত্বর থেকে নিখোঁজ শিশুর হদিস মিললো মুখে গামছা ঢাকা অবস্থায় হাওড়ার আন্দুলে। চাঞ্চল্য।
হাওড়াঃ- কালীঘাট মন্দির চত্বর থেকে চুরি হওয়া এক শিশুকে উদ্ধার করা হলো হাওড়ার সাঁকরাইল থানার আন্দুল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে। উদ্ধারের সময় তার মুখে গামছা ঢাকা ছিল বলে খবর। সোমবার রাতে আন্দুল বাসস্ট্যান্ডে একটি বেসরকারি ব্যাঙ্কের পাশে শিশুটিকে কাঁদতে দেখেন এলাকার লোকজন। এরপর খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে তার শারীরিক পরীক্ষার জন্য ভর্তি করে। সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল জানান, শিশুটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই খোঁজ মেলে বাবা মায়ের। জানতে পারা গেছে শিশুটির বাড়ি কলকাতার নাকতলায়।
খবর দেওয়া হয়েছে বাবা মাকে। সূত্রের খবর, শিশুটি কালীঘাট মন্দির চত্বর থেকে হারিয়ে গিয়েছিল।মনে করা হচ্ছে কেউ বা কারা চুরি করেছিল। কিন্তু পুলিশের ভয়ে সম্ভবত শিশুটিকে ফেলে যাওয়া হয়। এখন আইনি প্রক্রিয়া মেনেই শিশুটিকে তুলে দেওয়া হবে বাবা মায়ের হাতে। এই ঘটনায় আন্দুলের বাসস্ট্যান্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।