হাওড়ায় অভিষেকের কর্মসূচি জনসুনামিতে পরিণত হবে। চ্যালেঞ্জ কল্যাণের।
হাওড়াঃ- হাওড়ায় অভিষেকের কর্মসূচি জনসুনামিতে পরিণত হবে। চ্যালেঞ্জ কল্যাণের। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, অন্যান্য জেলায় যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি হয়েছে সেখানে জনপ্লাবন দেখা গেছে। আমরা চ্যালেঞ্জ নিচ্ছি হাওড়া জেলায় অভিষেকের কর্মসূচি জনসুনামিতে পরিণত হবে। কল্যাণ ঘোষ আরও বলেন, আগামী ৪ঠা জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়ায় আসছেন। ওইদিন হাওড়া সদরের যে প্রোগ্রাম শুরু হবে সেটি পাঁচলায়।
প্রথমেই তিনি রানীহাটি পর্যন্ত একটি জনসংযোগ যাত্রা করবেন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসবেন আমাদের এখানে আরেকটি জনসভা করতে। সেখান থেকে জনসভার পর ওনাকে নিয়ে যাওয়া হবে জগৎবল্লভপুরে। সেখানে আজাদ হিন্দ কলেজে উল্টোদিকে তিনি রাত্রিযাপন করবেন এবং সেখানেই আমাদের দলের অধিবেশন এবং ভোটিং পর্ব রয়েছে। আমরা আশা করছি ভোটিং পর্বে কোনওরকম বিশৃঙ্খলা হবে না। প্রত্যেকেই নিয়ম-শৃঙ্খলা মেনে তাতে অংশ নেবেন।