সি সি টি ভি ফুটেজের জন্য পুনরায় সফলতা পেলো রানীগঞ্জ থানার পুলিশ”।
সৌমিত্র গাঙ্গুলি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমানঃ- যানা গেছে রানীগঞ্জ থানার অন্তর্গত হাটিয়া থেকে বেশকয়েক দিন আগে এক মোটর সাইকেল চুরি হয়েছিল। মোটর বাইক সহ তার সাথে জড়িতদের আটক করে রানীগঞ্জ থানার পুলিশ। এই নিয়ে আজ রানীগঞ্জ থানায় এ সি পি সেন্ট্রাল ২ শ্রীমন্ত ব্যানার্জীর নেতৃত্বে এক সাংবাদিক সম্মেলন করা হয়।
যেখানে এ সি পি সেন্ট্রাল ২ শ্রীমন্ত ব্যানার্জী জানান ০১/০৬/২০২৩ তারিখে হাটিয়া বলে এক জায়গা থেকে এক জনের বাড়ির বাইরে থেকে মোটর সাইকেল চুরি হয়েছিল। লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে রানীগঞ্জ থানার এবং পি সি পার্টি এই চুরির তদন্ত করে। তদন্তে তিনজনকে আটক করে তিনদিনের পুলিশ কাস্টডিতে নেওয়া হয়।
অন্য দিকে এই বিষয়ে আই সি রানীগঞ্জ সুদীপ্ত দাস গুপ্ত জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তদন্তে নামি। ওই জায়গায় সি সি টি ভি আছে এবং তারই ভিজ্যুয়াল দেখে এই কেসের কিনারা পাই। যার মোটর সাইকেল চুরি হয়েছিল তারই ভাইপো এই চুরির প্রধান পান্ডা এবং তাকেও আটক করা হয়েছে। এই ঘটনায় তিন জনকে আটক করে জেলা আদালতে পাঠিয়ে তিন দিনের জন্য পুলিশ কাস্টডিতে অনা হয়েছে। যে চুরি করেছে, যাকে বিক্রি করেছিল এবং যার মোটর সাইকেল তার ভাইপো কে। পুলিশ সূত্রে জানা যায় ওই তিনজনকে চলতি মাসে 2 তারিখে ধরে ছিল এবং 2 জেলা আদালতে পাঠিয়ে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। আজ পুনরায় তাদের তিনজনকেই জেলা আদালতে পাঠানো হলো এবং পুনরায় তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।