রবিবাসরীয় প্রচারে বিজেপি প্রার্থী, চোর মুক্ত পঞ্চায়েত গড়ার ডাক।
হাওড়াঃ- হাওড়ার লিলুয়ায় চামরাইলে জেলা পরিষদের ৪০ নং আসনে এবার বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কবিতা নস্কর। প্রচারে এবার তাঁর স্লোগান ‘চোর মুক্ত’ পঞ্চায়েত গড়তে হবে। সেই স্লোগানকে সামনে রেখে আজ সকালে রবিবাসরীয় প্রচারে নেমেছেন তিনি। রবিবারের সকালে বাজারে আসা পথচলতি মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী দোকানদার সকলের কাছেই ভোটের প্রচার করছেন তিনি।
তাঁর অভিযোগ, জিনিসপত্রের দাম বাড়লেই তৃণমূল কেন্দ্রের দিকে আঙুল তোলে। অথচ স্থানীয় বাজারে আজ সবজির দাম আকাশছোঁয়া। এরজন্য তো কেন্দ্রীয় সরকার দায়ী নয়? কাঁচা আনাজ সবজির দাম আকাশছোঁয়া কেন? রাজ্য সরকার তার জন্য কি করছে? প্রচারে দাবি তোলেন বিজেপি প্রার্থী কবিতা। এর পাশাপাশি রাজ্যে একের পর এক দুর্নীতির বিরুদ্ধে চোর মুক্ত পঞ্চায়েতের দাবি তোলেন তিনি। কবিতাদেবী এদিন বাড়ি বাড়ি ঘুরেও প্রচার করেন।