CBI নিয়োগ সংক্রান্ত ফাইল চেয়েছিল, পর্ষদ জানালো – খুঁজে পাওয়া যাচ্ছে না।
ডেজিট্যাল ডেস্কঃ- পশ্চিম বঙ্গে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির তদন্ত করছে CBI. আর ইতিমধ্যেই এই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক ও আমলা রয়েছেন জেলের মধ্যে। তবে চাঞ্চল্য কর তথ্য হল – CBI নিয়োগ সংক্রান্ত মামলার জন্য পর্ষদের কাছে নিয়োগ সংক্রান্ত ফাইল চেয়ে পাঠিয়েছিল। আর পর্ষদ সেই ফাইল দিতেই পারলো না; উল্টে জানিয়ে দিল সেই ফাইল হারিয়ে গেছে। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কয়েকমাস আগে থেকে এই ফাইল নাকি পাওয়া যাচ্ছে না। তবে প্রশ্ন উঠেছে পর্ষদের মতো একটি গুরুত্ব পূর্ণ জায়গা থেকে কি ভাবে কোন ফাইল হারিয়ে যেতে পারে?