বাঁকুড়া রানীবাঁধ রেঞ্জ এলাকা থেকে উদ্ধার হরিণের মৃত দেহ। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়।
বাঁকুড়াঃ- বাঁকুড়া রানীবাঁধ রেঞ্জ এলাকা থেকে উদ্ধার হরিণের মৃত দেহ। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়। আজ সকালের দিকে হরিণটিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বাঁকুড়ার রানীবাঁধ রেঞ্জের কদমাগড় (বাঁশরৎ) ) এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় বনদপ্তরের আধিকারিকেরা, তারা সেটিকে উদ্ধার করে নিয়ে আসেন। বনদপ্তরের এক জেলা আধিকারিকের দাবি, পথ দুর্ঘটনার কারণেই মারা গেছে ওই হরিণটি। তবে এ বিষয়ে রানিবাঁধ রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধির সাথে দুর্ব্যবহার করেন। পরে “রং নাম্বার” বলে ফোন কেটে দেন। উল্লেখ্য, হরিণের গায়ে রয়েছে আঘাতের ক্ষতের চিহ্ন। বনদফতের দাবী, রাস্তা পারাপারের সময় দূর্ঘটনা ঘটে থাকতে পারে। দূর্ঘটনার ফলেই ক্ষত হয়েছে। ওই মৃত হরিণের দেহ উদ্ধার করে তার ময়না তদন্ত করা হয়েছে বলেও বনদফতরের পক্ষ থেকে জানাগেছে।